ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যবসার পথে ড্রপবক্স

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
ব্যবসার পথে ড্রপবক্স

ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের মাধ্যম ড্রপবক্স। সাধারণ ব্যবহারকারীদের নিয়ে ড্রপবক্স অনেক এগিয়ে যাওয়ায় নজর এখন যাচ্ছে ভিন্ন খাতে।

সান ফ্রান্সসিসকোর প্রধান কার্যালয়ে সম্প্রতি নতুন পরিকল্পনার কথা উন্মোচন করে প্রতিষ্ঠানটি। সেই মতে, অনলাইন সেবাদাতা এ প্রতিষ্ঠানের লক্ষ্য ’ব্যবসা অঙ্গন’।

ইতিমধ্যে গ্রাহক পর্যায়ে ড্রপবক্সের জনপ্রিয়তা বাড়ায় লক্ষ্য সফল। এর বর্তমান ব্যবহারকারী ২০০ মিলিয়ন যারা প্রতিদিন ১ বিলিয়নের বেশি তথ্য সংরক্ষণ করে বলে জানায় প্রধান নির্বাহী ড্রিই হিউস্টন।  

এদিকে এমন পরিকল্পনাকে উচ্চাকাঙ্খী পদক্ষেপ বলা হচ্ছে যার সামনের প্রতিদ্বন্দী গুগল, বক্স ছাড়াও অন্যান্য শক্তিশালী টেক জায়ান্ট।

প্রাতিষ্ঠানিক তথ্য মতে, ব্যবসা এবং ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে নতুন সেবা পরিকল্পনা করা হয়েছে।    

এতে ডকুমেন্ট এবং ফটো আলাদা থাকবে। যেসব তথ্য ব্যবহারকারীরা ব্যবসা পরিচালনায় ব্যবহার এছাড়া সমস্ত তথ্য নিয়ন্ত্রণে সমর্থন পাবে।

আরও বলা হয়, বর্তমানে ৪ মিলিয়ন ব্যবসায় ড্রপবক্সের ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীরা ব্যক্তিগত অ্যাকাউন্টটি বেশিরভাগ কর্মক্ষেত্রে ব্যবহার করে। এখন এটা তথ্যপ্রযুক্তি বিভাগগুলোর দিকে যাচ্ছে।

ফ্যাশন ব্র্যান্ড বিসিবিজি ম্যাক্স আজরিয়া গ্রুপের প্রধান তথ্য কর্মকর্তা নাদের করিমি বলেন, শতাধকি কর্মীকে দেখা গেছে যারা ইতিমধ্যে ড্রপবক্স ব্যবহার করছে। তাই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত তাদের চাহিদার ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া।

তথ্য মতে, ব্যবসার জন্য ড্রপবক্সের দুটি ভাগের একটিতে ব্যক্তিগত তথ্য অন্যটিতে ব্যবসা তথ্য থাকবে।

এছাড়া প্রতিষ্ঠানগুলো যাতে দুর থেকেই নির্দিষ্ট বিভাগ পরিস্কার করতে পারে এ ধরনের নিরাপত্তা ফিচার থাকবে।
‌আগামী বছরের শুরুতে ড্রপবক্স নতুন পরিকল্পনা চালু করবে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।