ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

থ্রিডি সফটওয়্যার এনেছে গ্লোবাল ব্যান্ড

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
থ্রিডি সফটওয়্যার এনেছে গ্লোবাল ব্যান্ড

বিখ্যাত থ্রিডি ডিজাইন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডেসল্ট সিস্টেমসের সেবাপণ্য বিপণন করবে গ্লোবাল ব্র্র্র্যান্ড। ডেসল্ট সিস্টেমস হলো ফরাসি থ্রিডি এক্সপেরিয়েন্স।

এরা মূলত থ্রিডি ডিজাইন সফটওয়্যার, থ্রিডি ডিজিটাল প্রতিলিপি এবং পণ্যের লাইফ সাইকেল ম্যানেজমেন্টের সমাধান নির্মাতা প্রতিষ্ঠান।

ডেসল্ট সিস্টেমসের বিপণনকারী নিযুক্ত হওয়ার মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে সফটওয়্যার খাতে আমদানিকারক হিসেবে যাত্রা শুরু করলো। গ্লোবাল ব্র্যান্ড এবং ডেসল্ট সিস্টেমসের এ মেলবন্ধন বাংলাদেশে পরিকাঠামো তৈরি, নির্মাণ, পরিবহন, আর্থিক ও ব্যবসায়িক সেবা ছাড়াও বাংলাদেশের শিল্পখাতে সর্বাধুনিক নকশার সমাধানে যুগান্তকারী পরিবর্তন আসবে।

এ চুক্তি প্রসঙ্গে গ্লোবাল ব্র্যান্ডের (প্রা.) চেয়ারম্যান আবদুল ফাত্তাহ বলেন, এটি বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বিশ্বের সেরা নকশা তৈরির সমাধান প্রদানে সহায়তা করবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন প্রযুক্তি গ্রহণের পতে অন্তরায়। তবুও ব্যবসাখাতে এ পণ্যসবা সুফল বয়ে আনবে।

ডেসল্ট সিস্টেমস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. চন্দন চৌধুরী বলেন, বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ডকে ব্যবসায়িক অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। বাংলাদেশ প্রযুক্তিনির্ভর উন্নয়নশীল দেশ এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই।

বাংলাদেশ সময় ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।