ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যামসাং ক্যাফেতে গ্যালাক্সি অফার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
স্যামসাং ক্যাফেতে গ্যালাক্সি অফার

স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে গ্যালাক্সি নোট ৮.০, গ্যালাক্সি ট্যাবথ্রি এবং গ্যালাক্সি নোটথ্রি এ তিন মডেলের যেকোনো একটি কিনলে গ্রাহকের জন্য থাকছে বাড়তি কিছু উপহার।

গ্যালাক্সি নোট ৮.০ মডেলের সঙ্গে উপহার থাকছে সাড়ে ১০হাজার টাকা মূল্যের একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা (এসটি১৫০এফ)।



গ্যালাক্সি ট্যাবথ্রির সঙ্গে গিফট আছে ৭ হাজার ৭০০ টাকা মূল্যের স্যামসাং ডিজিটাল ক্যামেরা (ইএস৯৫)। আর প্রতিটি স্যামসাং গ্যালাক্সি নোটথ্রির সঙ্গে গ্রাহকেরা পাচ্ছেন একটি ফ্লিপ কভার।

এ মুহূর্তে গ্যালাক্সি নোটথ্রির দাম ৬৯,৯০০ টাকা, গ্যালাক্সি নোট ৮.০ এর দাম ৫৩,৫০০ টাকা এবং গ্যালাক্সি ট্যাবথ্রির দাম ৩৫ হাজার টাকা। এ স্মার্টফোনগুলোও সঙ্গে উপহার পাওয়া যাবে দেশের যেকোনো স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে।

বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।