ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পণ্য :

এলজি নিয়ে এলো ২১ ইঞ্চি এলসিডি

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
এলজি নিয়ে এলো ২১ ইঞ্চি এলসিডি

দেশের প্রযুক্তিপণ্যের বাজারে নতুন এসেছে এলজি ব্র্যান্ডের ডব্লিউ২২৪৩টি মডেলের এলসিডি মনিটর। মূল পর্দা ২১ ইঞ্চি প্রশস্ত।

এ এলসিডি মনিটরে আছে সবশেষ প্রযুক্তিযুক্ত সুবিধা। পণ্যটির বিপণনকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

এ এলসিডি মনিটরের বিশেষ বৈশিষ্ট্যোর মধ্যে আছে ফটো ইফেক্ট, ইজেড ঝুমিং, ৪:৩ ইন ওয়াইড, অ্যানার্জি স্টারসহ বিদ্যুৎসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ফিচার। আরও থাকছে ৫০,০০০:১ ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও, ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, ১৯২০ বাই ১০৮০ পিক্সেলের রেজ্যুলেশন, ১৭০ ডিগ্রি বাই ১৬০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল এবং ১৬.৭ মিলিয়ন কালার ডিসপ্লে।

এছাড়াও পুরো হাইডেফিনেশন মনিটরে আছে ডিভিআইডি এবং ডিসাব সংযোগ সুবিধা। এ মুহূর্তে দাম ১১ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে : গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো : ৮১২৩২৮১, ০১৯১৫ ৪৭৬৩৩৩।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০৪, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।