ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যামসাং ক্যাশব্যাক অফার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৩
স্যামসাং ক্যাশব্যাক অফার

স্যামসাং বাংলাদেশি গ্রাহকদের জন্য নতুন অফার ঘোষণা করেছে। এর আওতায় গ্রাহকেরা যেকোনো স্যামসাং রিটেইল আউটলেট থেকে প্রতিটি গ্যালাক্সি কোর এবং গ্যালাক্সি ইয়াং কিনলে ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা পাবেন।

সূত্র এ তথ্য দিয়েছে।

বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের জন্য থ্রিজি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে স্যামসাং গ্যালাক্সি কোর এবং গ্যালাক্সি ইয়াং দু মডেলের স্মার্টফোনেই থাকছে অভিনব সব ফিচার। গ্যালাক্সি কোর মডেলে হোয়াইট ও মেটালিক ব্লু এবং গ্যালাক্সি ইয়াং মডেল পাওয়া যাচ্ছে হোয়াইট, ডার্ক ব্লু এবং মেটালিক সিলভার রঙে।

এ মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি কোর মডেলের দাম ১৯,৯০০ টাকা। যা সর্বোচ্চ ক্যাশব্যাকের মাধ্যমে কেনা যেতে পারে মাত্র ১৬,৯০০ টাকায়। আর গ্যালাক্সি ইয়াং মডেলের দাম ১১,৯০০ টাকা। যা সর্বোচ্চ ক্যাশব্যাকে ৮,৯০০ টাকায় কেনা যেতে পারে। এ অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

বাংলাদেশ সময় ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।