ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জবিতে আউটসোর্সিং নিয়ে সেমিনার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৩
জবিতে আউটসোর্সিং নিয়ে সেমিনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আইটিআরআরসি, হেকেপ’র আয়োজনে আউটসোর্সিং ও অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার হয়।



এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক আশরাফ উল আলম, কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. নাসির উদ্দিন, হেকেপের প্রোগ্রাম ম্যনেজার ড. মো. মোজাম্মেল হোসেন চৌধুরী।

এ ছাড়াও বক্তব্য রখেন আইটিআরআরসি, হেকেপের সাব প্রজেক্ট ম্যানেজার ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু লায়েক।

প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস ২০১২ ফ্রিল্যন্সার পুরস্কার বিজয়ী আহমেদ সাজিদ, ওডেস্ক বাংলাদেশের অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি, পিক্সেল-১২ এর প্রতিষ্ঠাতা নূর ফারাজি এবং সিইও আব্বাস উদ্দিন।

বাংলাদেশ সময় ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।