ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৫০০ টাকায় লাকোটা হ্যান্ডসেট

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৩
৪৫০০ টাকায় লাকোটা হ্যান্ডসেট

এবার দেশের বাজারে স্যামসাং নিয়ে এসেছে ডুয়্যাল সিমের একটি নতুন হ্যান্ডসেট। নাম লাকোটা ভিই।

এ মুহূর্তে দাম ৪,৫০০ টাকা। স্যামসাং সূত্র এ তথ্য দিয়েছে।

নতুন এ হ্যান্ডসেটে ডিসপ্লে ২.২ ইঞ্চি। আছে ছবি তোলার জন্য ২ মেগাপিক্সেল ক্যামেরা, রেকর্ডার, এফএম রেডিও, বিল্টইন এমপিথ্রি প্লেয়ার, ৩২ গিগাবাইট অবধি মাইক্রো এসডি ব্যবহারের সুবিধা, ব্লুটুথ, ইউএসবি পোর্ট, চ্যাট অন এবং দীর্ঘমেয়াদি ১,০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি।

লাকোটার ফিচার হচ্ছে স্মার্ট ডুয়্যাল সিম। ফলে গ্রাহকেরা একই ফোনে দুটি নম্বর ব্যবহারের সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকেরা সহজেই তাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য তৈরি করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।