ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফার টু ইউ :

আবারও বহনযোগ্য হার্ডডিস্কের দাম কমলো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
আবারও বহনযোগ্য হার্ডডিস্কের দাম কমলো

নতুন বছর উপলক্ষ্যে বহনযোগ্য (পোর্টেবল) হার্ডডিস্কে বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। টুইনমস ব্র্যান্ড এ অফার দিয়েছে।

এ ব্র্যন্ডের বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ৩২০জিবি এবং ৫০০জিবি ধারণমতার ‘হাইপার ড্রাইভ’ নামের এ আলট্রা স্টাইলিশ হার্ডডিস্কগুলো অ্যালুমিনিয়াম কভারে নীল, মেরুন এবং কালো এ তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

ইউএসবি ২.০ ইন্টারফেস বৈশিষ্ট্যের এ হার্ডডিস্কগুলো উইন্ডোজ৭, ভিসতা, এক্সপি২০০০, ম্যাকিনটোশ ১০.৩এক্স এবং লিনাক্স কারনেল ২.৪ অপারেটিং সিস্টেম সমর্থন করে। উল্লেখ্য, এ বহনযোগ্য হার্ডডিস্কগুলো ২.৫ ইঞ্চি বিশিষ্ট সাটা প্রযুক্তি সম্পন্ন।

উল্লেখ্য, নতুন এ অফারে ৫০০ গিগাবাইট (জিবি) হার্ডডিস্ক ৫২০০ টাকায় এবং ৩২০ গিগাবাইট (জিবি) হার্ডডিস্ক ৪২০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

এ হার্ডডিস্ক দুটি ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন পুরো ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। এ অফার পুরো জানুয়ারি মাসজুড়ে প্রযোজ্য হবে। অনুসন্ধানে : স্মার্ট টেকনোলজি বিডি। হ্যালো : ০১৭৩০ ৩১৭৭৮৭।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২১, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।