ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোনে এ মাসেই যুক্ত হচ্ছে ‘ডেভিল মে ক্রাই৪’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
আইফোনে এ মাসেই যুক্ত হচ্ছে ‘ডেভিল মে ক্রাই৪’

বিশ্বের গেম শিল্পে ফিরছে রজনিকান্ত। তবে এ রজনিকান্ত গেম আবহে বাস্তবিক রজনীর প্রতিমূর্তী হিসেবে ‘ডেভিল মে ক্রাই৪’ যুক্ত হবে আইফোনে।

জাপানের বিখ্যাত গেম নির্মাতা ক্যাপকম এ তথ্য জানিয়েছে। এ মুহূর্তে যা ছোট পর্দায় স্ল্যাইড আকারে প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, জাপানের গেম উন্নয়নকারী প্রতিষ্ঠান ক্যাপকম ডেভিল মে আইওএস প্ল্যাটফর্মে প্রকাশের লক্ষে কর্মব্যস্ত আছে। আর এটি এ মাসের শেষভাগে বিপণন করার পরিকল্পনার কথাও জানিয়েছে তারা। এর বাজারমূল্য ৬.৯৯ ডলার আর ভারতের বাজারে পড়বে প্রায় ৩২০ রুপি।

এ গেমের শিরোনাম হবে কুইনটেসেনশিয়াল মে ক্রাই। এছাড়াও যুক্ত থাকবে এর সিরিজ গেম ডান্টি যা ডিএলসি অর্থাৎ চারিত্রিক ফিচারে ব্যবহারযোগ্য।

বাংলাদেশ স্থানীয় সময় ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।