ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘পকেটসার্ফার’ নিয়ে স্মার্টফোনের বাজারে ডাটাউইন্ড

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

আকাশ ট্যাবলেট নির্মাতা হিসেবে পরিচিত ডাটাউইন্ড। স্মার্টফোনের বাজারে প্রবেশ করতে ক্রয়ক্ষমতাযোগ্য তিনটি হ্যান্ডসেটের ঘোষণা দিয়েছে তারা।

ঘোষিত তথ্য অনুযায়ী, ‘পকেটসার্ফার’ পণ্যগুলো ভারতের বাজারে পাওয়া যাবে সাড়ে তিন থেকে সাড়ে ছয় হাজার রুপিতে।

তিনটি ফোনেই ডুয়্যাল সিম এবং ৫ ইঞ্চির টাচস্ক্রিন থাকছে। প্রতিষ্ঠানের দাবি প্রচলিত জিপিআরএস মেবাইল নেটওয়ার্কের অবাধ সুবিধা রয়েছে এসব পণ্যে।

সাড়ে তিনহাজার রুপি মূল্যের পকেটসার্ফার ফাইভএক্স মডেলটি লিনাক্স অপারেটিং সিস্টেমে চালিত। এতে ভিজিএ ক্যামেরা সুবিধা রয়েছে। সারির দিতীয় পকেটসার্ফারের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.০। ৫ হাজার রুপি মূল্যের এ পণ্যে আছে ভিজিএ, মূল ক্যামেরা ২.০ এমপি।

আর পকেটসার্ফারথ্রিজি৫ মডেলের আকর্ষনীয় বৈশিষ্ট্য থ্রিজি মোবাইল ব্রডব্র্যান্ড, উচ্চমানের ভিডিও এবং গেমসের আবহ। সাড়ে ছয় হাজার রুপির এ পণ্যে মূল ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।