ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইভেন্ট অফার :

সিটিআইটি প্রদর্শনীতে ২৯ হাজার টাকায় নেটবুক

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
সিটিআইটি প্রদর্শনীতে ২৯ হাজার টাকায় নেটবুক

দেশের প্রযুক্তিপণ্যের বাজারে তোশিবার এন২৫০-এ১০২ মডেলের নেটবুক প্রবেশ করেছে। এ ব্র্যান্ডের বিপণনকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।



এ মডেলের বৈশিষ্ট্য ইন্টেল এটম এন৪৫৫ মডেলের প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম এবং ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক। মূল পর্দা ১০.১ ইঞ্চি বিশিষ্টি এলইডি ডিসপ্লে।

নেটবুকের সঙ্গে থাকছে ক্যারিং ব্যাগ এবং অপারেটিং সিস্টেম হিসেবে আছে রিয়েল উইন্ডোজ সেভেন স্টার্টার সংস্করণ।

এ মুহূর্তে দাম ২৯ হাজার টাকা। বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে ১ বছর।

উল্লেখ্য, সিটিআইটি প্রদর্শনী থেকে ক্রয় করলে মূল্যছাড়ের সঙ্গে পেনড্রাইভ পাওয়া যাবে। অনুসন্ধানে : স্মার্ট টেকনোলজিস বিডি। হ্যালো : ০১৭৩০ ৩১৭৭৬৫।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৮, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।