ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪ হাজারে টাচস্ক্রিন কিবোর্ড

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
৪ হাজারে টাচস্ক্রিন কিবোর্ড

লজিটেক কে৪০০। স্মার্ট টিভিতে ব্যবহারযোগ্য তিন বছরের প্রতিস্থাপন (রিপ্লেসমেন্ট) সুবিধার কিবোর্ড।

তারহীন প্রযুক্তির এ বিশেষ কিবোর্ডে আছে স্পর্শ প্রযুক্তির মাউস সুবিধা।

কিবোর্ডে বাড়তি সুবিধার এ স্পর্শ মাউসের আকার ৩.৫ ইঞ্চি। কিবোর্ড থেকেই মাল্টিমিডিয়া ড্রাইভ পরিচালন সুবিধার বহনযোগ্য এ কিবোর্ডটি দেশের বাজারে নিয়ে এনেছে কম্পিউটার সোর্স।

১০ মিটার বা ৩৩ ফিট দূরত্বের মধ্যে যেকোনো রকম তারের সংযোগ ছাড়াই কিবোর্ডটি সাবলীল কাজ করে। এর জন্য সঙ্গে আছে লজিটেক ইউনিফাইয়িং রিসিভার এবং অ্যাডভান্স ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস।

মাত্র এক ব্যাটারিতেই এটি একটানা এক বছর চলে। তারহীন প্রযুক্তির তাৎক্ষণিক নির্দেশনা (রিয়েলটাইম কমান্ড) সুবিধার লজিটেক কে৪০০ মডেলের এ কিবোর্ডের দাম ৪ হাজার টাকা। রাজধানীর আগারগাঁওস্ত বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।