ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে কম্পিউটার সমিতির বার্ষিক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
রাজশাহীতে কম্পিউটার সমিতির বার্ষিক সভা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) রাজশাহী শাখার ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী শাখা কমিটির চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী নূরের সভাপতিত্বে সভায় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিসিএস রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আবুল ফজল কাশেমী, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল ময়েজ ডলার, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন এবং শাখা কমিটির সদস্য এস এম লতিফুল বারী ও ফাহিম মুনতাসির সুমন সভায় বক্তব্য দেন।

সাধারণ সম্পাদক আবুল ফজল কাশেমী সভায় রাজশাহী শাখার ২০১৩ সালের কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন বিগত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আগামী অর্থ বছরের জন্য রাজশাহী শাখা কমিটির বাজেট পেশ করেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
সম্পাদনায়: তমাল আবদুল কাইয়ূম/ এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।