ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় চালু হলো বাংলালিংকের থ্রিজি

আ্যক্টিং আউটপুট এডিটর ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
খুলনায় চালু হলো বাংলালিংকের থ্রিজি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিজয়ের উল্লাসে, নতুন কিছু করো- শ্লোগানে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক খুলনায় বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে।

বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কেটে ও বেলুন উড়িয়ে বাংলালিংকের থ্রিজি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



এ সময় তিনি বলেন, বিশ্বে উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারই দুর্নীতিমুক্ত দেশ গড়তে সহযোগিতা করবে।

দেশে চালু হওয়া নতুন প্রযুক্তি থ্রিজি আমাদের মাঝে নতুন দিগন্তের সূচনা করবে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির যেমন ভালো দিক আছে তেমনি এর খারাপ দিকও রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

বাংলালিংক রিজিওনাল কমার্শিয়াল হেড মো. বাবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলালিংকের কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার ইফতেখার আজম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

উল্লেখ্য, নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। যাদের ২৮ মিলিয়ন বা দুই কোটি ৮০ লাখের বেশি গ্রাহক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।