ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রংপুরে থ্রিজি সেবা চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
রংপুরে থ্রিজি সেবা চালু

রংপুর: রংপুরে পুলিশ কমিউনিটি হলে বেলুন উড়িয়ে ও কেক কাটার মাধ্যমে থ্রিজি সেবার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।


 
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রামীণফোন রংপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার তানভীর নেওয়াজ বিন তৌহিদ।

সভায় বক্তব্য রাখেন- রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী, গ্রামীণফোনের কর্মকর্তা ওয়ালিদ, নজরুল ইসলাম প্রমুখ।

এসময় জাতীয় দলের ক্রিকেটার রংপুরের কৃতি সন্তান নাসির হোসেন, মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।