ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬৯৯০ টাকা কমে স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি, সঙ্গে ফ্লিপ কভার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
৬৯৯০ টাকা কমে স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি, সঙ্গে ফ্লিপ কভার

ঢাকা: গ্যালাক্সি নোট থ্রি নতুন বছরে দিচ্ছে মেগা অফার। ১০ শতাংশ ডিসকাউন্ট আর সঙ্গে থাকছে একটি ফ্লিপ কভার।

আর তাতে ক্রেতা আগের চেয়ে ছয় হাজার ৯৯০ টাকা কমে কিনতে পারবেন এই স্মার্ট ফোনটি।

ফোনটি আগের দাম ছিলো ৬৯ হাজার ৯০০ টাকা যা এখন পাওয়া যাচ্ছে ৬২ হাজার ৯১০ টাকায়।

এদিকে, ফোনটি কিস্তিতে কেনার অফার তো রয়েছেই। গ্রাহকরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক (অ্যামেক্স) এবং ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড ব্যবহার করে ১২ মাসের কিস্তিতে দাম পরিশোধের সুযোগ নিতে পারবেন।

ডিভাইসটিতে রয়েছে ৫.৭ ইঞ্চি বড় এসঅ্যামোলেড ডিসপ্লে, স্টোরি অ্যালবাম, এস ট্রান্সলেটর, গ্রুপ প্লে এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও মেমো, স্ক্র্যাপবুক ব্যবস্থাপনার মতো এয়ার কমান্ড ফিচারগুলো ব্যবহার করা সম্ভব।

গ্যালাক্সি নোট থ্রির ভিডিও কল ফিচার ব্যবহারকারীদের ডুয়াল ভিউ মোডে একই সঙ্গে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা ব্যবহার করার সুযোগ দেয়।

স্মার্ট ব্যবহারকারী নিজের ছবি নিজেই তুলতে পারেন এই ফোনে।

বাংলাদেশ সময় ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।