ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যামটবের নতুন চেয়ারম্যান টবিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
অ্যামটবের নতুন চেয়ারম্যান টবিট

ঢাকা: অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটার্স অব বাংলাদেশের (অ্যামটব) চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস টবিট।

তিনি সদ্য বিদায়ী চেয়ারম্যান রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ক্যুনারের স্থলাভিষিক্ত হলেন।

মাইকেল একই সঙ্গে রবি আজিয়াটা লিমিটেড থেকেও বিদায় নিয়েছেন।

অ্যামটব দেশের ছয়টি মোবাইলফোন অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও টেলিটকের প্রতিনিধিত্বকারী সংগঠন।

বিদায়ী বছরের শেষ দিন দায়িত্ব নেওয়া ক্রিস টবিট বলেন, কৌশলগতভাবে টেলিযোগাযোগ শিল্পের খুবই গুরুত্বপূর্ণ সংগঠন অ্যামটবের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। সংগঠনটি আগামী দিনে মোবাইল খাতের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। টেলিযোগাযোগ শিল্পের ইতিবাচক অগ্রগতির জন্য অ্যামটব  ধারবাহিকভাবে অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। এতে করে উপকৃত হবেন এ শিল্পের সঙ্গে জড়িতরা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।