ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন বছরে ডেল নোটবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
নতুন বছরে ডেল নোটবুক

ইংরেজি নববর্ষের প্রথম দিনেই হালনাগাদ কারিগরি সুবিধা নিয়ে দেশের বাজারে এল ডেল ব্র্যান্ডের আলট্রা থিন স্ট্যাইলিশ ল্যাপটপ। বিপণন সূত্র কম্পিউটার সোর্স এ তথ্য দিয়েছে।



চতুর্থ প্রজন্মের কোরআইথ্রি প্রসেসরযুক্ত ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার ‘এন ৭৪৩৭’ মডেলের নোটবুকে আছে ৪ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক ও ইন্টেল এইচডি গ্রাফিকস ৪৪০০, কাজের গতি ১.৭ গিগাহার্টজ।

রূপালি রঙের ধাতব অবকাঠামোর নোটবুকে অন্ধকারেও এর ইলুমিনেটেড কিবোর্ডে স্বাচ্ছন্দ্যে টাইপ করতে পারবেন ভোক্তারা।

ডেল হ্যাডলির এ নোটবুকে মুক্ত অপারেটিং সিস্টেম উবন্তু লিনাক্স ১২.০৪ এসপি১। টানা সর্বোচ্চ ৫ ঘণ্টা ব্যাকআপ ক্ষমতার এ নোটবুকে যেকোনো অপারেটিং ব্যবহারযোগ্য।

এ মুহূর্তে দাম ৫৬ হাজার ১০০ টাকা। সঙ্গে আছে এক বছরের যন্ত্রাংশ সেবা ছাড়াও একই ব্র্যান্ডের অরিজিনাল ক্যারিকেস। রাজধানীর আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ নোটবুক পাওয় যাবে।

বাংলাদেশ সময় ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।