ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্যানন অফার :

সিটিআইটি প্রদর্শনীতে ৬৯০০ টাকায় ডিজিটাল ক্যামেরা

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
সিটিআইটি প্রদর্শনীতে ৬৯০০ টাকায় ডিজিটাল ক্যামেরা

কমপিউটার পণ্যভিত্তিক সিটিআইটি প্রদর্শনীতে ক্যাননের বিভিন্ন মডেলের ডিজিটাল এবং ডিএসএলআর ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার এবং ক্যামকর্ডারে দেওয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।



ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইডিবি ভবনের বিসিএস কমপিউটার সিটিতে চলতি প্রদর্শনী উপলে ক্যাননের পাওয়ার শট এ৪৯৫ ডিজিটাল ক্যামেরার দাম রাখা হয়েছে ৬৯০০ টাকা, এ৩১০০ মডেলের ক্যামেরার দাম ৯৯০০ টাকা, আইএক্সইউএস১০৫ মডেলের ক্যামেরা দাম ১২৫০০ টাকা, আইএক্সইউএস১৩০ মডেলের ক্যামেরার দাম ১৭৩০০ এবং আইএক্সইউএস২১০ মডেলের ক্যামেরার দাম ২৪ হাজার টাকা।

প্রতিটি ক্যামেরায় থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। এ অফার ২২ জানুয়ারি পর্যন্ত প্রযোজ্য। অনুসন্ধানে : জেএএন অ্যাসোসিয়েটস, বিসিএস কমপিউটার সিটি। উল্লেখ্য, ক্যাননের ধানমন্ডি এবং মতিঝিল শাখাতেও এ অফার পাওয়া যাবে। হ্যালো : ৮১২৪৯৪১, ০১৭১২১৩ ১৯৯৯।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫২, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।