ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪১ হাজারে নোটবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
৪১ হাজারে নোটবুক

আসুস ব্র্যান্ডের ‘এক্স৫৫২সিএল’ মডেলের মাল্টিমিডিয়া নোটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

বিপণন সূত্র গ্লোবাল ব্র্যান্ড এ তথ্য দিয়েছে।

এ মডেলের বৈশিষ্ট্য ১.৮ গিগাহার্টজ গতির তৃতীয় প্রজন্মের ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ৪ জিবি (RAM), ৫০০ জিবি হার্ডডিস্ক, এক গিগাবাইট ভিডিও মেমোরির এনভিডিয়া জিফোর্স চিপসেটের গ্রাফিকস, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, মেমোরি কার্ড রিডার এবং সনিক মাস্টার অডিও ফিচার।

এ ছাড়া নোটবুকে আছে এইডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট, ভিজিএ পোর্ট প্রভৃতি সংযোগ সুবিধা। সঙ্গে আছে দুই বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে দাম ৪১ হাজার টাকা। রাজধানীর আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটা সিটিতে এ নোটবুক পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।