ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেয়ার বাড়াতে ব্ল্যাকবেরি মরিয়া

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
শেয়ার বাড়াতে ব্ল্যাকবেরি মরিয়া

গত মাসে বিবি ‘কিউ১০’ হ্যান্ডসেটে আকস্মিকভাবে মূল্য হ্রাসের পর ‘বিবি কিউ৫’ হ্যান্ডসেটেও বড় আকারে মূল্য ছাড় দিয়েছে ব্ল্যাকবেরি। আগের মূল্য থেকে ৫ হাজার রুপি কমে বর্তমানে ভারতের বাজারে কিউফাইভ পাওয়া যাচ্ছে ২০ হাজার রুপিতে।



আলোচকরা বলছে, নতুন বছর সেইসাথে বাজার শেয়ার বাড়ানোর উদ্দেশ্যে কানাডিয়ান হ্যান্ডসেট নির্মাতার এ মুহূর্তের কর্ম-পরিকল্পনা।

বিবি’র ব্যবসায়িক প্রচেষ্টা দেখে আরও বলা হয় ক্রমান্বয়ে বাজার নিম্নমুখী প্রবণ হওয়ায় ব্ল্যাকবেরি মরিয়া হয়ে উঠছে।

সমির ভাটিয়া, ব্ল্যাকবেরি ইন্ডিয়ার বিপণন বিভাগের পরিচালক বলেন ‘নতুন বছরে উচ্চমানের হ্যান্ডসেটগুলো সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানের সৌভাগ্য ফেরানোর লক্ষ্য বিবি’র। একইসাথে বিবি ১০ ওএস‘র দাম কমিয়ে গ্রাহকদের কাছে সহজসাধ্য করা।

উল্লেখ্য, কিউ৫’এ থাকা বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ৭২০ বাই ৭২০ পিক্সেলের ৩.১ ইঞ্চির টাচস্ক্রিন পর্দা, ১.২ গিগাহার্জ ডুয়্যাল কোর প্রসেসর, ৫ এমপি ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লটসহ ৮ জিবি ইন্টারনোল স্টোরেজ এবং ব্যাটারি ২১০০ এমএইইচ। আর পণ্যটির প্রধান সফটওয়্যার হচ্ছে ব্ল্যকবেরির নিজস্ব অপারেটিং সিস্টেম বিবি ১০।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।