ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রকাশের ধারাবাহিকতায় ‘গ্যালাক্সি এস ফাইভ’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
প্রকাশের ধারাবাহিকতায় ‘গ্যালাক্সি এস ফাইভ’

স্যামসাং’র পরবর্তী গ্যালাক্সি স্মার্টফোন সম্ভবত রেটিনা স্ক্যানার প্রযুক্তি এবং নতুন অবয়বে আসতে পারে। প্রথম থেকেই স্যামসাং’র এ পণ্যটি নিয়ে একইভাবে বহু গুজব তথ্য এসেছে প্রতিবেদনে।

তবে গ্যালাক্সি এসফাইভ সম্পর্কিত সবশেষ খবরের উপর প্রত্যাশীরা ভরসা রাখছে। কেননা এবারের তথ্যগুলো এসেছে স্যামসাং’র মোবাইল ব্যবসা বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের থেকে।

সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাতকারে লি ইয়াং হি জানায়, স্যামসাং সবসময় বাণিজ্যিক পণ্যের প্রকাশ প্রতি বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যেই করে থাকে। এবারেও এর উল্টোটা হবেনা এপ্রিলেই গ্যালাক্সি এস ফাইভের যাত্রা শুরু হবে। তবে বেশি কিছু জানায়নি লি।

ব্লুমবার্গ এ খবরের পাশাপাশি স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ারের পরবর্তী সংস্করণ উন্মুক্তের কথাও জানায়। তাই ‌গ্যালাক্সি এসফাইভের যুগল হচ্ছে স্মার্টওয়াচের নতুন সংস্করণ। পরবর্তী এ গিয়ার আরও বেশি আধুনিক ফিচারসহ গঠনে মানোন্নয়ন হয়ে আসছে।

সেইসাথে ভিন্ন অবয়বের একটি পণ্য পেতে যাচ্ছে এসফাইভের ক্রেতারা। তবে মেটাল ক্লাড বডি বা ধাতুর আবরণ থাকছে কিনা তা স্পষ্ট করা হয়নি। বর্তমানে উচ্চমানের এ স্মার্টফোনের জন্য আই স্ক্যানার প্রযুক্তি পর্যবেক্ষণ করছে স্যামসাং। যার লক্ষ্যে রয়েছে অ্যাপলের আইফোন ফিঙ্গার আইডি প্রযুক্তি। ধারণা অনুযায়ী ট্যাবলেট কম্পিউটারের বাজার গিতিশীল করতে একইসাথে এসব পণ্য প্রকাশ করছে স্যামসাং।

এদিকে স্যামসাং’র উপার্জিত অর্থের পরিমাণও বিশ্লেষকদের অনুমানিক হিসাবকে ব্যর্থ করেছে।

প্রসঙ্গত, বর্তমানে প্রযুক্তিবিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোকে উন্নত প্রযুক্তিতে অগ্রসর দেখে কেউ কেউ ভাবছে নতুন পণ্যটি খুলতে প্রয়োজন হতে পারে ব্লাড স্যাম্পল।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।