ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাপানে কর্মসংস্থানে ডিআইআইটির আইটি ট্যালেন্ট প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
জাপানে কর্মসংস্থানে ডিআইআইটির আইটি ট্যালেন্ট প্রতিযোগিতা

ঢাকা: দেশের তরুণ আইটি শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে ‘আইটি ট্যালেন্ট কনটেস্ট-২০১৪’ শুরু করতে যাচ্ছে ডেফোডিল ইন্সটিটিউট অব আইটি। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২২ ফেব্রুয়ারি।



বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের মেধাবী তরুণরা সুযোগের অভাবে আইটি ক্ষেত্রে তাদের কৃতিত্ব উপস্থাপন করতে পারছেন না। অপরদিকে জাপানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ থাকলেও লোকবলের অভাবে তাদের কর্ম বিঘ্ন ঘটছে। তাই জাপানে দেশের তরুণ মেধাবীদের কর্মক্ষেত্র তৈরি করতেই ডিআইআইটি এ উদ্যোগ নিয়েছে।

তারা জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে অধ্যয়নরত শেষ বর্ষের শিক্ষার্থী, গ্র্যাজুয়েট অথবা আইটি প্রফেশনালগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার প্রথম বাছাই পর্ব ২২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় বাছাই পর্ব ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ২০ জানুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে।

বিস্তারিত তথ্য www.diit.info অথবা www.banglait.biz ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সম্মেলেন জানানো হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক রথিন্দ্র নাথ দাস, নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মো. মজিবুর রহমান খোকন, বিবিপির ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।