ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সফট বিট :

ভুটানে মোবাইল ব্যাংকিং সেবায় দেশি সফটওয়্যার

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
ভুটানে মোবাইল ব্যাংকিং সেবায় দেশি সফটওয়্যার

ভুটানে অনলাইন এবং মোবাইলভিত্তিক ব্যাংকিং সেবা দিচ্ছে দেশি সফটওয়্যার প্রতিষ্ঠান। এ ব্যাংকিং সফটওয়্যারের সমাধান দিয়েছে দেশীয় সফটওয়্যার উন্নয়ক প্রতিষ্ঠান সাইথটেক লিমিটেড।

সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ভুটান ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিডিএফসিএল) ব্যাংকিং ব্যবস্থায় এ সফটওয়্যারের ব্যবহার এরই মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

বিডিএফসিএল ভুটানের একটি বৃহৎ ব্যাংক। এর মোট শাখা ২৯টি। একটি সাধারণ মোবাইল ফোনের  ব্যবহারে এ ব্যাংকের গ্রাহকরা এখন নিরাপদে অ্যাকাউন্ট ব্যালেন্স, ফান্ড ট্রান্সফার, পানি, বিদ্যুৎ, ট্যাক্স, সেলফোন রিচার্জের মতো অতিপ্রয়োজনীয় ইউটিলিটি বিল প্রদানের সুবিধা পাচ্ছেন। সঙ্গে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, স্কুল ফি এবং নতুন চেক বই এ ধরনের পেমেন্টও করতে পারবেন।

এ মাসের শেষভাগে বিডিএফসিএল ইন্টারনেট ব্যাংকিংও চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে আরও অনেক ধরনের সেবা তারা গ্রাহকদেরকে দিতে পারবেন। বিডিএফসিএল এর মাঠ কর্মকর্তার সঙ্গে পিডিএ থাকবে। এর মাধ্যমে তারা গ্রাহকদের কাছে গিয়ে অর্থ বিনিময় করতে পারবেন।

বিডিএফসিএল ব্যাংককের দূরের ৪টি শাখার অবকাঠামোগত সমস্যায় ভুগছে। উল্লেখ্য, ভিপিএন এর মাধ্যমে প্রধান অফিসের থেকে বিচ্ছিন্ন হওয়ায় মোবাইল ব্যংকিং সুবিধা নিয়ে পাহাড়বেষ্ঠিত দেশের গ্রাহকদের আর্থিক বিনিময় সেবা আরও সহজবোধ্য করে তুলবে।

বিডিএফসিএল অ্যাসেন্ড ব্যাংকিং (সাউথটেকের ব্যাংকিং সলিউশন) এর ট্রেজারি ম্যানেজমেন্ট মডিউলও গ্রহণ করেছে। ফলে ট্রেজারি বিভাগ আরও দতার সঙ্গে ব্যাংকের তারল্য এবং ফান্ড ব্যবস্থাপনা পরিচালনা করতে পারে।

বিডিএফসিএল এর ব্যাংকিং সিস্টেমে মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং, রেমিটেন্স এবং ট্রেজারি ম্যানেজমেন্ট মডিউল যুক্ত করা হয়েছে। এর ফলে অনলাইন ব্যাংকিং সেবায় তারা অ্যাসেন্ড ব্যাংকিং সংস্করণ ৩.৩ থেকে ৫.৪ এ করার নীতিগত উদ্যোগ নেন।

সাউথটেক অ্যাসেন্ড ব্যাংকিং বৃহৎ মাইক্রো-ফাইন্যান্স ইনস্টিটিউশন, মাইক্রো-ফাইন্যান্স ব্যাংক, নন-ব্যাংকিং ফাইন্যান্সাল ইনস্টিটিউশন এবং রিটেইল ব্যাংক উপযোগী একটি সলিউশন।

এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনোভেটিভ টেকনোলজি মাইক্রো ফাইন্যান্স রেকগনিশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। অনেকগুলো মডিউল স্বাধীনভাবে কাজ করতে পারে। অন্য কোনো বিখ্যাত ব্যাংকিং সলিউশনের সঙ্গে একই ইন্টারফেসে কাজ করতে পারে।

উল্লেখ্য, সাউথটেক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত একটি সিএমএমআই লেভেল ৩ মূল্যায়িত ও আইএসও ৯০০১:২০০৮ সার্টিফাইড প্রতিষ্ঠান। এটা একটি মাইক্রোসফট গোল্ড সার্টিফাইড সহযোগী এবং ওর‌্যাকল গোল্ড পার্টনার।

বিডিএফসিএল রয়্যাল চার্টার কর্তৃক জানুয়ারি ১৯৮৮ সালে ইনকরপোরেটেড এবং এখন অভ্যন্তরীণ ব্যাংক হিসেবে কাজ করছে। বিডিএফসিএল ভুটানের একমাত্র ব্যাংক যারা গ্রামের কৃষকদেরকে গুরুত্ব দিয়ে থাকে। এ ব্যাংকটি ভুটানে কৃষকদের ঋতুকালীন, ক্ষুদ্র এবং মাঝারী ঋণ দিয়ে থাকে।

অচিরেই বিডিএফসিএল শিল্প ও কৃষিভিত্তিক কার্যক্রমে টার্ম ফাইন্যান্স ও ব্যবসায়িক পূঁজি দিতে শুরু করেছে। আগ্রহীরা আরও তথ্যের প্রয়োজনে enquiries@southtechlimited.com এ ঠিকানায় ইমেইল করতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮০৫, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।