ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে অ্যালকাটেল ব্র্যান্ড শোরুম

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
দেশে অ্যালকাটেল ব্র্যান্ড শোরুম

বাংলাদেশে দীর্ঘবিরতির পর আবারও আসছে ফ্রান্সের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান ‘অ্যালকাটেল’। এ মাসেই তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশে অ্যালকাটেলের বিপণনকারী ‘ইরাসেল লিমিটেড’।

এরই মধ্যে রাজধানীর বসুন্ধরা শপিং মলে তাদের সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অ্যালকাটেল ‘ওয়ানটাচ কেয়ার’ নামে।

বাংলাদেশে এ ব্র্যান্ডের অপারেশন সম্পর্কে জানতে চাইলে ইরাসেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদতউল্লাহ খান বলেন, দেশে থ্রিজি লাইসেন্স পাওয়ার পর থেকে স্মার্টফোনের চাহিদা বাড়ছে। এখানে অ্যানড্রইড চালিত স্মার্টফোন তাদের থ্রিজি ব্যাবহারের সর্বোচ্চ সুবিধা দিতে সক্ষম। এ ছাড়াও ফিচার এবং বেসিক ফোন বাজারে এনেছে অ্যালকাটেল। এটি সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম।

অ্যালকাটেল ওয়ানটাচ স্মার্টফোন অ্যানড্রইড অপারেটিং সিস্টেমের একটি বড় বাজার দখল করে আছে। তারা বিশ্বের ৪০টিরও বেশি দেশে তাদের স্মার্টফোর বাজারজাত করলেও বাংলাদেশে প্রায় এক যুগ ধরে তাদের কোনো কার্যক্রম ছিল না।

ইরাসেল লিমিটেডের বিপণন কর্মকর্তা রাসেল খান জানান, এ মুহূর্তে ঢাকা ছাড়াও ৭টি জেলাশহরে অ্যালকাটেল ফোন বাজারজাত করবে। ক্রমান্বয়ে বাকি জেলাগুলোতেও এর পরিসর বাড়ানো হচ্ছে। আগ্রহীরা ফেসবুকের (https://www.facebook.com/ERACELL.LIMITED) এ ঠিকানায় আরও তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।