ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তুন পণ্য :

আধুনিক ফিচারের ল্যাপটপ নিয়ে এলো ডেল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
আধুনিক ফিচারের ল্যাপটপ নিয়ে এলো ডেল

বিখ্যাত ডেল ব্র্যান্ডের ভোস্ট্রো৩৪০০ মডেলের মাল্টিমিডিয়া ল্যাপটপ এখন দেশের প্রযুক্তিপণ্যের বাজারে পাওয়া যাচ্ছে। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।



এ ল্যাপটপের বৈশিষ্ট্যের মধ্যে আছে ২.৪ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আই৩ প্রসেসর, ইন্টেল এইচএম৫৭ এক্সপ্রেস চিপসেট, ২ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি পর্দাবিশিষ্ট ডিসপ্লে, ডিভিডি রাইটার এবং ইন্টেল জিএমএ বিল্টইন গ্রাফিক্স কার্ড।

সংযোগ সুবিধায় আছে ওয়াইফাই (৮০২.১১ বি/জি/এন), ২.০ ব্লুটুথ, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, মেমোরি কার্ড রিডার, ১টি এইচডিএমআই লিঙ্ক, ২.০ মেগাপিক্সেল ওয়েবক্যাম, গিগাবিট ল্যান, ২টি স্টেরিও স্পিকার, উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম অন্যতম।

বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে ৩ বছর। ওজন ২.১৬ কেজি। এ মুহূর্তে দাম ৪৯ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে : গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো : ০১৭১৩ ২৫৭৯০৬, ৮১২৩২৮১।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৪, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।