ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি ইভেন্ট :

শুক্রবার সিটিআইটিতে বেলকিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

ঢাকার আগারগাঁওস্থ  বাংলাদেশ কমপিউটার সিটি (বিসিএস) প্রাঙ্গণজুড়ে চলছে তথ্যপ্রযুক্তি পণ্যভিত্তিক সিটিআইটি প্রদর্শনী। এবারও এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের সমাহার।

শুক্রবার শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও সরকারি ছুটির দিন হওয়ায় সিটিআইটিতে দর্শনার্থীদের বাড়তি চাপ হবে বলে আয়োজকদের পক্ষ থেকে বাংলানিউজকে জানানো হয়েছে।

২১ জানুয়ারি থাকছে ‘বেলকিন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। এতে শিশুরা তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, ৪ থেকে ৬ বছর বয়সী শিশুরা এ গ্রুপে, ৭ থেকে ১০ বছর বয়সী শিশুরা বি গ্রুপে এবং ১১ থেকে ১৪ বছর বয়সীরা সি গ্রুপে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, প্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ প্রতিযোগিতা। এ গ্রুপের বিষয় উন্মুক্ত, বি গ্রুপের বিষয় ‘গ্রাম বাংলা’ এবং সি গ্রুপের বিষয় ‘আমাদের দেখা কমপিউটার প্রদর্শনী’।

এবারের প্রদর্শনীতে দর্শনার্থীদের দৃষ্টিআকর্ষণে আছে বিশেষ মূল্যছাড়সহ আকর্ষণীয় সব পুরস্কার। সঙ্গে থাকছে বিনোদনকেন্দ্রিক নানা আয়োজন। আর প্রযুক্তিপ্রেমীরাও এ সুযোগকে কাজে লাগাতে ঘুরে বেড়াচ্ছেন পুরো প্রাঙ্গণ। করছেন দরদাম। আর যাচাই করছেন নিজের পছন্দের প্রযুক্তিপণ্যের সবশেষ খবর।

প্রদর্শনীতে প্রতিদিনই থাকছে আকর্ষণীয় সব আয়োজন। আগ্রহীরা বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন www.bcscomputercity.org.bd এ সাইটে।

উল্লেখ, এ প্রদর্শনী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষার্থীরা পাচ্ছেন বিনামূল্যে প্রবেশের সুযোগ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৪, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।