ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্লিক ইনসাইড :

‘ভালোবাসা’ নিয়ে গল্পকবিতা ডটকম প্রতিযোগিতা

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
‘ভালোবাসা’ নিয়ে গল্পকবিতা ডটকম প্রতিযোগিতা

নবীন লেখক ও পাঠকের অনলাইন সামাজিক নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য যাত্রা করেছে ‘গল্পকবিতা ডটকম’ শীর্ষক সাইটটি। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।



এ ওয়েবসাইটের মাধ্যমে নবীন লেখকরা যেমন অনলাইনে লেখা প্রকাশ করে সহজেই পাঠকদের কাছে পৌঁছতে পারবেন। ঠিক তেমনি পাঠকরাও পড়তে পারবেন ভিন্ন বৈচিত্র্য এবং স্বাদের নানান লেখা। আর লেখার বিষয়ে জানাতে পারবেন তাৎক্ষণিক মতামত। তৈরি হবে অনলাইভিত্তিক লেখক এবং পাঠকচক্র।

‘গল্পকবিতা’ নিয়ে প্রতিমাসেই আয়োজন করা হবে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। সরাসরি পাঠকদের মতামতের ভিত্তিতে প্রতিমাসে সেরা পাঁচটি লেখার জন্য থাকবে আকর্ষণীয় সব পুরষ্কার।

এ মাসে ‘গল্পকবিতা’ প্রতিযোগিতায় লেখার বিষয় ‘ভালোবাসা’। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত লেখা সংগ্রহ করা হবে। আগ্রহীরা www.golpokobita.com এ সাইটে প্রতিযোগিতার প্রয়োজনীয় আরও তথ্য পাবেন। হটলাইন: ০১৭১৫ ৩১৭৫২৭ এবং ৯১২৬৩৮৫।

বাংলাদেশ স্থানীয় সময় ২৩৩২, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।