ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে বিসিএস’র মতবিনিময়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে বিসিএস’র মতবিনিময়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সিমিতির (বিসিএস) কার্যনির্বাহী কমিটি, সমিতির স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল সমিতির কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে প্রতিমন্ত্রী দেশে তথ্যপ্রযুক্তিকে বেগবান করতে এবং দেশের প্রান্তিক অঞ্চলের জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবা আওতায় এনে ডিজিটাল বাংলাদেশ গড়ার যাত্রাপথে সমিতির সহযোগিতা কামনা করেন।

সরকারের পাশাপাশি বিসিএস তথ্যপ্রযুক্তিকে তৃণমূলে পৌঁছে দিতে যে ভুমিকা রাখছে মন্ত্রী তা বক্তব্যে তুলে ধরেন।

বিসিএস নেতারা এ সময় মন্ত্রীর কাছে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এছাড়া আইসিটি খাতের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম বৃদ্ধি, ভবিষ্যত করণীয় এবং গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও মতামত প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০২০৩ঘণ্টা , ফেব্রুয়ারি ০১, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।