ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সফটএক্সপো আপডেট :

ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বেসিস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১
ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বেসিস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত দেশের সর্ববৃহৎ সফটওয়্যার প্রদর্শনী ‘সফটএক্সপো ২০১১’ শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী বেসিস প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এ প্রদর্শনীর কোস্পন্সর ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ বিষয়ে ২৩ জানুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বেসিসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ব্র্যাক ব্যাংক।

এ অনুষ্ঠানে বেসিসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এবং সফটএক্সপো২০১১ এর আহ্বায়ক একেএম ফাহিম মাশরুর। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তি করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম, সহসভাপতি ফারহানা এ রহমান, ট্রেজারার আলমাস কবির এবং ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জিসান কিংশুক হক এবং হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩৬, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।