ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে নেটগিয়ার ব্র্যান্ডের ওয়্যারল্যাস রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
বাজারে নেটগিয়ার ব্র্যান্ডের ওয়্যারল্যাস রাউটার

কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড হোম ও ছোট অফিসের জন্য বাজারে এনেছে নেটগিয়ার ব্র্যান্ডের জেএনআর১০১০ মডেলের ১৫০এমবিপিএস ওয়্যারল্যাস রাউটার। ৫টি ১০/১০০ ইথারনেট পোর্ট (১টি অয়্যান + ৪টি ল্যান) সমৃদ্ধ রাউটারটি ৮০২.১১ বি/জি/এন, ডাবল ফায়ারওয়াল প্রোটেকশন, ড্যানিয়াল অফ সার্ভিস এটার্ক প্রিভেনশন, পেরেন্টাল কন্ট্রোল, গেষ্ট নেটওয়ার্ক সাপোর্ট করে।

রাউটারটির দাম ২ হাজার ৬০০ টাকা। (৯৬১২৬২৯-৩০, ৯৬৭০৩৭৩, ৯৮৮৭৬৭৩) নম্বরগুলোতে যোগাযোগে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।