ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যশোরে ৫ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল’ প্রদর্শনী শুরু

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
যশোরে ৫ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল’ প্রদর্শনী শুরু

যশোর: ২৫ জানুয়ারি যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কমপিউটার জ্ঞানভিত্তিক ‘বিসিএস ডিজিটাল এক্সপো২০১১’। ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’ থিম নিয়ে দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে এ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।



মঙ্গলবার ২টায় এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কমউিটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার।

এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তিসেবা তৃণমূল মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে বিসিএস কাজ করছে। যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমপিউটার সমিতি যশোর শাখার চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা।

মোস্তাফা জব্বার বলেন, কমপিউটার সমিতি ভূমি ব্যবস্থা, পুলিশ, বিচার ব্যবস্থাসহ সরকারের সবকিছুই ডিজিটাল করতে সহায়তা করছে।   তিনি বলেন, এটি সম্পন্ন হলে একজন মানুষ পুরো সরকারকে পকেটে নিয়ে ঘুরতে পারবে।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য যে লড়াই, তা আমরা যশোর থেকেই শুরু করলাম।

তার ভাষ্যমতে, আমরা রূপান্তরের পথে পা বাড়িয়েছি। স্বপ্ন দেখি, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়া এবং পরীক্ষা দিচ্ছে ঘরে বসেই। নগদ টাকা নয়, ব্যাংক থেকে টাকা নিচ্ছে মাত্র একটি আঙুলের ছাপে। ঘরের দরজা লক করা বা খোলার কাজে ব্যবহৃত হচ্ছে চোখেরমণি।

আগামী ১০ বছর পর এই ধরনের প্রদর্শনী হবে কি-না সংশয় প্রকাশ করে তিনি বলেন, মোবাইল ফোনের স্ক্রিনেই ক্রেতারা তাদের পছন্দের পণ্য কোন দেশ থেকে কিনবেন তা বেছে নিতে পারবেন।

কমপিউটার ব্যসায়ীদের তিনি শিক্ষকের সঙ্গে তুলনা করে বলেন, শুধু পণ্য বিক্রিই নয়, এগুলোর ব্যবহারবিধি যেমন শেখানো হয়, তেমনি যন্ত্রাংশের ত্র“টি সমাধানে তারা ব্যবস্থা নিয়ে থাকে।

সূত্র মতে, প্রযুক্তিপণ্যেও প্রাত্যাহিক জীবনধারা বদলে যাচ্ছে এটা সাধারণ মানুষকে বোঝাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস মহাসচিব মজিবুর রহমান স্বপন, সহসভাপতি, এ প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী কাজী আশরাফুল আলম এবং বিসিএস ডিজিটাল এক্সপো ২০১১’ যশোরের আহ্বায়ক দীনেশ মজুমদার।

সুপরিচিত প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড, আমদানিকারক ও সরবরাহকারী ২৫টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। কমপিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ও ডাটা কমিউনিকেশন, টেলিসেবা, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ এমন প্রযুক্তিপণ্য ৩৫টি স্টলে তাদের পণ্যসেবা প্রদর্শিন করছে।

এ প্রদর্শনী চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ২৬ জানুয়ারি থেকে এ ডিজিটাল প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। প্রবেশমূল্য ১০টাকা। প্রবেশ টিকিটের র‌্যাফেল ড্রয়ে থাকছে ল্যাপটপসহ আকর্ষণীয় সব পুরস্কার। আয়োজক সূত্র এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩২, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।