ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রিলিজের শুরুতেই নয় গ্যালাক্সি এস-৫!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
রিলিজের শুরুতেই নয় গ্যালাক্সি এস-৫!

ঢাকা: ফেব্রুয়ারির শেষ দিকে স্যামসাংয়ের পাখায় সাফল্যের আরেকটি পালক যুক্ত হতে যাচ্ছে। গ্যালাক্সি সিরিজের হ্যান্ডসেটের ব্যাপক সাফল্যের ফলে ইতোমধ্যে বাজার থেকে প্রচুর মুনাফা তুলেছে স্যামসাং।

এরই ধারাবাহিতকতায় আগামী ২৪ ফেব্রুয়ারি এই সিরিজের ‘গ্যালাক্সি এস-৫’ বাজারে ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে বাজারে আসার প্রথম দিকেই সেটটি না কেনার কথা বলছেন অনেকে।

এ বিষয়ে স্যামসাংয়ের মূল্য নিয়ে একটি তালিকা প্রকাশ করে আইডিয়ালো নামে একটি গবেষণা প্রতিষ্ঠান। তালিকায় দেখা যায়, স্যামসাং গ্যালাক্সি এস-২,৩ ও ৪ হ্যান্ডসেটগুলোর মূল্য বাজার আসার মাত্র তিনমাসের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়।

এরই ধারাবাহিকতায় গ্যালাক্সি এস-৫ সিরিজের হ্যান্ডসেটটি বাজারে আসার তিন মাসের মধ্যে ২৪ শতাংশ মূল্য কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আইডিয়ালো’র প্রকাশিত তথ্যে দেখা যায়, বাজারে আসার তিন মাসের মাথায় গ্যালাক্সি এস-২ মূল্য কমেছে ১৩ শতাংশ, গ্যালাক্সি এস-৪ মূল্য কমেছে ১৪ শতাংশ এবং গ্যালাক্সি এস-৫ মূল্য কমেছে ১৮ শতাংশ।

গ্যালাক্সি এস-৫ এর মূল্য ৬৫০ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।