ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এরিকসন বাংলাদেশের নতুন এমডি রাজেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
এরিকসন বাংলাদেশের নতুন এমডি রাজেন্দ্র

ঢাকা: ফেব্রুয়ারি ২০১৪ থেকে এরিকসন বাংলাদেশ লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করছেন রাজেন্দ্র পাংরেকর।

রাজেন্দ্র পাংরেকর এরিকসন বাংলাদেশ-এর পূর্ববর্তী ব্যবস্থপনা পরিচালক গ্যারি ডেওয়িং এর কাছ থেকে দায়িত্ব গ্রহন করেছেন।

এ সময় তিনি বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “এরিকসন বাংলাদেশ সম্ভবত দেশের সবচেয়ে ভিন্নধর্মী যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানটির উন্নয়নের পরবর্তী পদক্ষেপ গ্রহনে আমি অত্যন্ত উৎসাহী। এরিকসনের বিশ্বমানের প্রযুক্তি ও সেবার মাধ্যমে বাংলাদেশকে সাহায্য করার লক্ষ্যে আমি বেশ আশাবাদী। ’’

বাংলাদেশ অফিসে যোগদানের পূর্বে রাজেন্দ্র পাংরেকর এরিকসনের গ্লোবাল সার্ভিসেস বিজনেস ম্যানেজমেন্ট (আফ্রিকা) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি আফ্রিকার ৪২টি দেশের সার্ভিস বিজনেস ম্যানেজমেন্ট এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতে জন্মগ্রহনকারী যুক্তরাজ্যের নাগরিক রাজেন্দ্র পাংরেকর এর ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার টেলিযোগাযোগ খাতে কাজ করার।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।