ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলা উইকিপিডিয়া নিয়ে বিশেষ আয়োজন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
বাংলা উইকিপিডিয়া নিয়ে বিশেষ আয়োজন

উইকিমিডিয়া বাংলাদেশ এবং গ্রামীণফোনের উদ্যোগে ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া নিয়ে বিশেষ আয়োজন ‘উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে উইথ আই জিনিয়াস ' শুরু হয়েছে। রোববার ঢাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের করপোরেট বিভাগের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক অনুষ্ঠান উদ্বোধন করেন।



শুরুতে গ্রামীণফোনের মাধ্যমে কিভাবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্ভব সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এরপর উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান উইকিপিডিয়া সহ বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা সামনে এনে বলেন, সবার অংশগ্রহনে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা সম্ভব। বর্তমানে ২৮ হাজারের বেশি নিবন্ধ আছে, প্রতিনিয়ত এতে আরো নিবন্ধ যুক্ত হচ্ছে।

উল্লেখ্য, মোট ৫১ জন আই জিনিয়াস শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে 'উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে উইথ আই জিনিয়াস'।

দুইদিনের এ আয়োজনে প্রথম দিনের কর্মশালায় ২৫ জন আই জিনিয়াস অংশ নেয়। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব এবং নাসির খান সৈকত পরিচালিত কর্মশালায় বাংলা উইকিপিডিয়ায় (http://bn.wikipedia.org) নিবন্ধন, ছবি যুক্তের পদ্ধতি সহ বিভিন্ন বিষয় দেখানো হয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উইকিপিডিয়ায় নিবন্ধ যোগ করে। অনুষ্ঠান শেষে সনদ বিতরণ করেন গ্রামীণফোনের বিপণন বিভাগের প্রধান রাজিব ভট্টাচার্য।

সোমবার ২৬ জন আই জিনিয়াস শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাংলা উইকিপিডয়া নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।