ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফার অন ডিমান্ড :

ব্যান্ডউইথডের সেবাব্যয় কমিয়ে আনলো সরকার

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
ব্যান্ডউইথডের সেবাব্যয় কমিয়ে আনলো সরকার

অবশেষে দেশের ইন্টারনেট ব্যবহারকারী এবং সেবাদাতাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এরই মধ্যে প্রতি এমবিপিএস ব্র্যান্ডউইথড ইন্টারনেটের সেবাব্যয় কমিয়ে ১২ হাজার টাকায় নিয়ে আসা হয়েছে।

বিটিআরসি সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে আইএসপি সেবাদাতাদের প্রতি একক এমবিপিএস ব্র্যান্ডউইথড ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২ হাজার টাকা দিতে হবে।

এ নতুন ব্র্যান্ডউইথড ব্যয় কমানো নির্দেশ এরই মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এবং ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড এর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

নতুন এ সেবাব্যয়ের ফলে দেশের ইন্টারনেট ভোক্তাদের ইন্টারনেট ব্যয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের উচ্চহার কমে আসবে। ফলে ইন্টারেনেটর সেবাব্যয়ও ক্রমান্বয়ে কমে আসবে।       

বাংলাদেশ স্থানীয় সময় ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।