ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপকে ১৯ বিলিয়ন ডলারে কিনলো ফেসবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
হোয়াটসঅ্যাপকে ১৯ বিলিয়ন ডলারে কিনলো ফেসবুক

ঢাকা: ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিনা খরচে টেক্সট ম্যাসেজ প্রেরণের মাধ্যম হোয়াটসঅ্যাপকে ১৯ বিলিয়ন ডলারে কিনলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

অর্থের ৪ বিলিয়ন ডলার নগদ, ১২ বিলিয়ন ডলার মূল্যের ফেসবুক শেয়ার এবং অবশিষ্ট ৩ বিলিয়ন ডলার পরবর্তীতে (তারিখ উল্লেখ নেই) হোয়াটসঅ্যাপ’র প্রতিষ্ঠাতা ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হবে।



বিষয়টি জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি হোয়াটসঅ্যাপ’র সেবাকে ‘ইনক্রিডিবলি ভ্যালুয়েবল’ বলেও আখ্যায়তি করেছেন।

জনপ্রিয় এ অ্যাপটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি। ম্যাসেজ পাঠাতে কোনো খরচ না হওয়াই অ্যাপটির জনপ্রিয়তার মূল কারণ বলে মনে করা হয়।

এছাড়া প্রত্যেক মাসে নতুন এক লাখ ব্যবহারকারী এ অ্যাপে নিজেদের নিবন্ধন করছেন বলে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।