ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কর্মশালা

পাবনা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি-শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

রোববার সকাল ১০টায় পাঁচদিনের এই কর্মশালা শুরু হয়।



পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদ এই কর্মশালার উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার মাহফুজুল আলম মাসুম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি শফিউল আজম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্ট নবীর উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪      




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।