ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টাইগারস সাইক্লিস্ট ক্লাবের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
টাইগারস সাইক্লিস্ট ক্লাবের যাত্রা শুরু

ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তার কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ‘টাইগারস সাইক্লিস্ট ক্লাব’ গঠন করেছে।

বাংলাদেশে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের মধ্যে পরিবেশবান্ধব বাহনের সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ এই প্রথম।



বাংলালিংক কর্মকর্তাদের নিয়ে গড়া আনুষ্ঠানিক সাইকেল র‌্যালির আয়োজনের মধ্য দিয়ে শনিবার এই ক্লাবটি যাত্রা শুরু করে।
banglalink_
বাংলালিংক ও তার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবন-যাপন, পরিবেশবান্ধব পরিবহনের প্রসার, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়াই এ ক্লাব গঠনের উদ্দেশ্য।

টাইগারস সাইক্লিস্ট ক্লাব গঠন সম্পর্কে বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন, বাংলালিংকের সবাই উদ্যোগটিকে খুব ইতিবাচক হিসেবে নিয়েছেন। তাদের মধ্য খেলোয়াড় সুলভ উচ্ছ্বাস কাজ করছে। ১৩৩ জন সদস্য নিয়ে এই ক্লাবটি তার যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।