ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পণ্য :

এইচপি নিয়ে এসেছে কোরআই৭ ল্যাপটপ

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১
এইচপি নিয়ে এসেছে কোরআই৭ ল্যাপটপ

বিশ্বের জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক ব্র্যান্ড এইচপি নিয়ে এসেছে প্যাভিলিয়ন ডিভি৬-৪০০১ টিএক্স মডেলের কোর আই৭ ল্যাপটপ। এ ব্র্যান্ডে বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।



দ্বিতীয় প্রজন্মের (সেন্ডিব্রিজ) ২.৮০ গিগাহার্টজ গতির প্রসেসরযুক্ত এ নোটবুকে আছে ৩ মেগাবাইট ক্যাশ মেমোরি, ২৬৩০ কিউএম স্পিড, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ল্যান, ব্লুটুথ, সুপার মাল্টি ডিভিডি রাইটার, ওয়াইফাই, ১ গিগাবাইট ডেডিকেটেড ডিডিআর৫ গ্রাফিক্স কার্ড, ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা এবং ওয়েবক্যাম সুবিধা।

ল্যাপটপের সঙ্গে থাকছে প্রকৃত উইন্ডোজ৭ হোম প্রিমিয়াম এবং একটি আকর্ষণীয় ক্যারিং ব্যাগ। এ মুহূর্তে দাম ৯২ হাজার টাকা। অনুসন্ধানে : স্মার্ট টেকনোলজি বিডি। হ্যালো : ০১৭৩০ ৩১৭৭৩১।

বাংলাদেশ স্থানীয় সময় ২২৩৪, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।