ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দ্বিতীয় বর্ষে ‘বেশতো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
দ্বিতীয় বর্ষে ‘বেশতো’

ঢাকা: এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পা দিয়েছে বাংলা ভাষায় দেশের প্রথম সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ‘বেশতো’

এ উপলক্ষে বৃহস্পতিবার বেসিস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজস করা হয়।  

সভায় বেশতোর উদ্যোক্তারা জানান, মাত্র এক বছরের মধ্যেই দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বেশতো।

  বর্তমানে ৪০ হাজারের বেশি সদস্য বা ইউজার নিয়মিত ‘বেশতো’ ব্যবহার করে সামাজিক যোগাযোগ রক্ষা করছেন।

তারা জানান, প্রতি মাসে ওয়েবসাইটের পেজ ভিউয়ারের সংখ্যা ৩৮ লক্ষ। গড়ে একজন ইউজার প্রতি ভিজিটে ১০ থেকে ১৫ মিনিট বেশতোতে সময় কাটান। অ্যালেক্সা র‌্যাঙ্কিং হিসেবে ওয়েবসাইটটি ইতোমধ্যে বাংলাদেশি সাইটের প্রথম ১০০-তে স্থান করে নিয়েছে।

গত এক বছরে বেশতো-তে বিভিন্ন ধরনের নতুন ফিচার যুক্তসহ সেবার মান উন্নত করা হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

এক বছর আগে 'মাইক্রো ব্লগ' আর 'প্রশ্ন’ সেবা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বেশতোতে 'জোকস', 'খবর', 'শপিং', নিজস্ব কার্টুন চরিত্র 'বেশটুন', কন্টেন্ট 'ভোটিং', ইউজার 'র‌্যাঙ্কিং' সহ বিভিন্ন নতুন ফিচার যুক্ত হয়েছে দেশীয় সামাজিক যোগাযোগের মাধ্যম বেশতোতে।  

সংশ্লিষ্টরা জানান, ওয়েবসাইটটির অন্যতম বৈশিষ্ট হচ্ছে দেশীয় সংস্কৃতি ও জীবনযাত্রার নিজস্বতা। বেশতোতে এ পর্যন্ত ৭ লাখের বেশি কন্টেন্ট পোস্ট হয়েছে। এছাড়া ১৮ হাজারেরও বেশি প্রশ্নের বিপরীতে ৫৮ হাজার উত্তর দিয়েছেন ইউজাররা।   

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।