ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটারের বিকল্প ট্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
কম্পিউটারের বিকল্প ট্যাব

ঢাকা: দৈনন্দিন কাজকে আরো সহজ করে দিতে প্রযুক্তিপ্রেমীদের জন্য স্যামসাং নিয়ে এলো কম্পিউটারের বিকল্প ট্যাব।

রাজধানীর আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটিতে চলমান সিটি ‍আইটি ফেয়ারে বিশেষ মূল্যহ্রাসে তিনটি ভিন্ন মডেলের ট্যাব পাওয়া যাচ্ছে, যা কম্পিউটারের ৮০ ভাগ বিকল্প হিসেবে কাজ করবে।



বৃহস্পতিবার স্যামসাং-এর প্রতিনিধি সানি চৌধুরী বাংলানিউজকে ‍বলেন, স্যামসাং গ্যালাক্সি ট্যাব-৩, স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০ এবং স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১; তিনটি মডেল কম্পিউটারের ৮০ ভাগ বিকল্প হিসেবে কাজ করবে।

৭.০ ইঞ্চি ডিসপ্লের স্যামসাং গ্যালাক্সি ট্যাব-৩ তে গ্রাহকরা পাবেন ১.২ গিগাহার্জ ডুয়্যাল কোর প্রসেসর, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমরি, ১ গিগাবাইট র‌্যাম, সামনে ১.৩ সহ ৩ মেগা পিক্সেল ক্যামেরা, ডাবল স্পিড ওয়াই-ফাই ব্যবহার, এইচডি ভিডিও প্লেসহ আরো অনেক সুবিধা। বাংলাদেশি টাকায় যার দাম পরবে ২৭ হাজার টাকা।

৮.০ ইঞ্চি লার্জ ডিসপ্লের স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০ –এ গ্রাহকরা পাবেন ১.৬ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমরি, ২ গিগাবাইট র‌্যাম, সামনে ১.৩ সহ ৫ মেগা পিক্সেল ক্যামেরা, ওয়াই-ফাই ব্যবহার, এস-পেন ফিচারসহ আরো অনেক সুবিধা। বাংলাদেশি টাকায় যার দাম পরবে ৪৫ হাজার টাকা।

১০.১ ইঞ্চি লার্জ ডিসপ্লের স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১ –এ গ্রাহকরা পাবেন ১.৯ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমরি, ৩ গিগাবাইট র‌্যাম, সামনে ২সহ ৮ মেগা পিক্সেল ক্যামেরা, ওয়াই-ফাই ব্যবহার, এস-পেন ফিচার, এয়ার কমান্ড, অ্যাকশন মেমো, এস-ফিন্ডার, মাল্টি উইন্ডোজসহ আরো অনেক সুবিধা। বাংলাদেশি টাকায় যার দাম পরবে ৬০ হাজার টাকা।

এছাড়াও প্রোডাক্ট কিনলেই সঙ্গে থাকছে একটি কুপন এবং আকর্ষণীয় টি-শার্ট। শুক্রবার বিকেলে কুপন বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে স্যামসাং এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।