ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ছাড়ছে গ্রামীণফোন

ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ছাড়ছে গ্রামীণফোন

বার্সেলোনা, স্পেন থেকে ফিরে: দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য সংযোগসহ স্মার্টফোন সেট বাজারে ছাড়তে যাচ্ছে। মূলত গ্রাহকরা যাতে আরো সহজে ইন্টারনেটসহ থ্রিজি সেবার পূর্ণ সদ্ব্যবহার করতে পারেন সে উদ্দেশ্যেই গ্রামীণফোন এ উদ্যোগ নিয়েছে।

  

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ এ তথ্য জানিয়েছেন।

স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিবেক সুদ বলেন, ইন্টারনেট সেবাকে সহজলভ্য করে মানুষের কাছে পৌঁছে দিতে গ্রামীণফোন এখন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এজন্য গ্রামীণফোন ডাটা সার্ভিসের ওপর গুরুত্বারোপ করেছে।   

তিনি বলেন, বাংলাদেশে এখনও ভয়েস কলের গ্রাহক সংখ্যা বাড়ছে। আগামী কয়েক বছর এ বৃদ্ধি অব্যাহত থাকবে। তারপরেও ইন্টারনেটের প্রসারের দিকেই গ্রামীণফোনের এখন লক্ষ্য। কারণ, ইন্টারনেটের মাধ্যমে রাজস্ব আয় আরো বাড়ানো সম্ভব।

গ্রামীণফোন সূত্রে জানা গেছে, তারা খুব শিগগিরই চার হাজার টাকার মধ্যে মোবাইল হ্যান্ডসেট বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে একটি প্রস্তাবও দিয়েছে। প্রস্তাবটি পাস হয়ে গেলেই সাশ্রয়ী মূল্যের এ মোবাইল হ্যান্ডসেট বাজারে পাবেন গ্রাহকরা।

বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৪ কোটি ৪৭ লাখ। এর মধ্যে ইন্টারনেট গ্রাহক সংখ্যা এক কোটি।

ইউরোপ, আমেরিকা মহাদেশের দেশে দেশে এরই মধ্যে ভয়েস কলের গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে। তাছাড়া গত ২৪ ফেব্রুয়ারি বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের প্রথম দিনেই বিনামূল্যে তাৎক্ষনিক মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় সেবা প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপের সিইও জন কউম চলতি বছর থেকে ভয়েস কল চালুর ঘোষণা দেন।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ৪৫ কোটি। জন কউমের এ ঘোষণার পরপর মোবাইল অপারেটরেরা রীতিমতো নড়ে চড়ে বসেন।   

২০১৩ সালের সেপ্টেম্বরে দেশে থ্রি-জি নিলামে গ্রামীণফোন ১০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনে নেয়। এরপর ‘সবার জন্য ইন্টারনেট’ এ স্লোগান নিয়ে কাজ শুরু করে গ্রামীণফোন। এরই মধ্যে গ্রামীণফোন সব বিভাগীয় সদর ছাড়াও বেশ কয়েকটি জেলায় থ্রি-জি সেবা চালু করেছে।

বিবেক সুদ বলেন, গত বছরের অক্টোবরে থ্রি-জি সেবা চালুর পর গ্রামীণফোনের থ্রি-জি গ্রাহক সংখ্যা আশানুরুপ বেড়েছে।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।