ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জয়ের নেতৃত্বে নরওয়ের টেকনোলজি সামিটে বাংলাদেশ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
জয়ের নেতৃত্বে নরওয়ের টেকনোলজি সামিটে বাংলাদেশ

বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে শুরু হয়েছে ‘ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪’। বৃহস্পতিবার নরওয়ের অসলোতে এই সম্মেলনে ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগের অন্যতম রূপকার সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেয়।



টেলিনর কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সজীব ওয়াজেদ জয়।

তার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, বেসিস সভাপতি শামীম আহসান এবং বেসিস-এর যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান।

টেলিনর এএসএ, বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ অফিসার হ্যানস মার্টিন হেনরিকসন, একসেনসার নরওয়ের স্টেইন এরিক মোই, নরওয়ের আইটি খাতের পক্ষ থেকে মার্টিন টপটেব এবং লুবাবা ফারিন তানিশা সম্মেলনে বক্তব্য রাখেন।

এতে নরওয়ের ২৫টির বেশি আইটি কোম্পানির উর্ধতন কর্মকর্তা, তথ্য প্রযুক্তি খাতের নীতি নির্ধারক, তথ্য প্রযুক্তি ব্যবসায়ী এবং ১২টি বেসিস সদস্য কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

সজিব ওয়াজেদ জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালা ২০০৯ (সংশোধিত ২০১২) বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে “ডিজিটাল বাংলাদেশ” এর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে উল্লেখ করেন।

“ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সরকার গত পাঁচ বছরে রপ্তানি আয় ২৪ মিলিয়ন ডলার থেকে ২০০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে এবং আমরা বিশ্বাস করি যে আগামী ৫ বছরে রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে,“ বলেন জয়।

এ লক্ষ্য বাস্তবায়নে ইন্টারনেট সংযোগ ও তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধা এবং তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করেছে।

তিনি এসময় আরও বলেন, দেশের সর্বত্র ইন্টারনেট সংযোগ সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি খাতে সরকার আয়কর মওকুফসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা দিচ্ছে।

আইসিটি ইন্ড্রাষ্ট্রির উন্নয়নে সম্প্রতি বাংলাদেশ সরকার কর্পোরেট শুল্ক মওকুফ, কম্পিউটার হার্ডওয়্যার শুল্ক মওকুফ এবং পরিকল্পিত ১৩,৪৬,৮২৭ বর্গ মিটার হাই-টেক পার্ক বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, জানান সজীব ওয়াজেদ জয়।

বেসিস সভাপতি শামীম আহসান দেশের তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বিশেষত ইউরোপীয় প্রযুক্তি ব্যবসায়ীদের উৎসাহিত করতে এ ধরনের সামিট ইতিবাচক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। তথ্য প্রযুক্তি খাতে বেসিস সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামী পাঁচ বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বলেও উল্লেখ করেন।

বাংলাদেশের আইটি ইন্ড্রাষ্ট্রি খুব দ্রুততার সাথে সারা বিশ্বের মধ্যে আইটি হাব হয়ে উঠবে, বলেন শামীম আহসান।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ১০০ মিলিয়ন যুবক এ লক্ষ্যকে বাস্তবায়ন করবে এবং আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হবে।

বেসিস আমেরিকা ও ইউরোপে দেশের প্রযুক্তি খাতকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে জানিয়ে শামীম বলেন, তারই ধারাবাহিকতায় এ সামিট অনুষ্ঠিত হচ্ছে।

তিনি সামিট আয়োজনে সহযোগী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি আইসিটিকে দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধান সঞ্চালক বলে সংজ্ঞায়িত করেন।

তিনি বলেন, স্থানীয় বিনিয়গকারীদের মতো বিদেশি বিনিয়োগকারীদেরও একই রকম সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষত: ওয়ার্কিং ক্যাপিটাল, বৈদেশিক মুদ্রা বিনিময়, বিনিয়োগ বোর্ডের অনুমতিসহ বৈদেশিক ঋণ এবং শুল্ক মওকুফ সুবিধা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এবং রপ্তানী উন্নয়ন ব্যুরো, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং গ্রামীন ফোনের সহযোগিতায় অনুষ্ঠিত ‘ইউরোপ-বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪’ তে সহ-আয়োজক হিসেবে ছিলো টেলিনর, ইনোভেশন নরওয়ে, ড্যানিশ ফেডারেশন অব এসএমই (ডিএফএসএমই) এবং সিবিআই, নেদারল্যান্ড। এছাড়াও এ আয়োজনের কৌশলগত সহযোগী হিসেবে ছিলো ঢাকাস্থ ডেনমার্ক, নরওয়েএবং নেদারল্যান্ড দূতাবাস।

গত ১০-১৪ মার্চ পর্যন্ত জার্মানির হ্যানোভারে শুরু হওয়া সিবিট আইটি মেলা থেকে শুরু করে আগামী ১-৪ এপ্রিল ২০১৪ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় নেদারল্যান্ড ও বাংলাদেশ আইটি কোম্পানীর মধ্যে বিটুবি ম্যাচমেকিং বৈঠকের মধ্য দিয়েএ সামিটের সমাপ্তি হবে।

গত ১৭ ও ১৮ মার্চ ডেনমার্কের কোপেনহেগেনে সেমিনার ও বিটুবি ম্যাচমেকিং বৈঠক অনুষ্ঠিত হয়। যাতে বাংলাদেশের ১২টি আইটি কোম্পারি ডেনমার্কের প্রায় ২০টি কোম্পানির সাথে বৈঠক করে। ডেনমার্কের সেমিনারে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের ওপর বক্তব্য রাখেন বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির।

বাংলাদেশ সময় ১৭০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।