ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২ এপ্রিল দুটি লুমিয়া!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪
২ এপ্রিল দুটি লুমিয়া!

ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি’তে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা নকিয়া দর্শক, ভক্তদের চমক দেওয়ার মতো তেমন পণ্য না আনার কারণে প্রযুক্তি বিশ্বের লোকজন অপেক্ষায় আছে সামনের দিনগুলোতে। তাদের প্রত্যাশা মোবাইল গুরু আকর্ষনীয় কিছু নিয়ে আসছে তাদের জন্য।

ইতিমধ্যে জনপ্রিয় লুমিয়া সিরিজের নতুন পণ্য নিয়ে পর্যায়ক্রমে নানা গুজবের সৃষ্টি হচ্ছে। কিন্তু বর্তমানে নকিয়ার এক আমন্ত্রণ অপেক্ষাকারীদের প্রত্যাশার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। সুত্রের দেওয়া তথ্য মতে, আসছে ২ এপ্রিল এক অনুষ্ঠান উপলক্ষ্যে নকিয়া আমন্ত্রণপত্র পাঠিয়েছে। যেখানে হ্যাস চিহৃযুক্ত লুমিয়ার কথা বলা আছে।

তবে মজার বিষয়, একইদিন সফটওয়্যার জায়ান্টের ইভেন্ট শুরু হচ্ছে। মাইক্রোসফট এ বছরেই ঘোষণা দিয়েছিল বিল্ড ২০১৪ কনফারেন্সের জন্য ২ এপ্রিল নির্ধারণের বিষয়ে। তাই নকিয়ার আয়োজনের কথা এখন সামনে আসায় কেউ কেউ বলছে মাইক্রোসফটের সুনামের ভাগ বসাতে একইদিন একইস্থান অনুষ্ঠান করছে নকিয়া।

উল্লেখ্য, হ্যাসট্যাগ শব্দটি স্পষ্টভাবে জানান দিচ্ছে এ দিন নকিয়ার দুটি লুমিয়া আসছে।

এছাড়া এতোদিনের গুজবের সাথে মিলিয়ে লুমিয়া ৬৩০ (মানিফানি) নামটি ধারণা করা হয়। মধ্য-সারির এ পণ্যটি উইন্ডোজ ফোন ৮.১ সমর্থন করবে।

আর অন্যটি সম্পর্কে লুমিয়া ৯২০’র পরের পণ্য লুমিয়া ৯৩০ (মার্টিনি)র কথা আসছে। কয়মাস আগে যুক্তরাষ্ট্রে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ভেরিজন নেটওয়ার্কে চালু লুমিয়া আইকনের মতো হবে এটি।

প্রত্যাশা অনুযায়ী, একই হার্ডওয়্যারে এতে নতুন সফটওয়্যার এবং আধুনিক অবয়ব থাকছে ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।