ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিডি দোকানে ‘ওয়েব সলিউশন’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪

অনলাইন শপিং স্পেস ‘বিডি দোকানে’ ওয়েব সলিউশন নামে একটি বিভাগ যুক্ত হয়েছে। সুলভে মানসম্মত ওয়েবসাইট তৈরি করে নেওয়া যাবে এখান থেকে।



‘চাকুরি পেতে নয় দিতে চাই’ এ স্লোগানে অনলাইন শপিং স্পেস ‘বিডি দোকান’ চালু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী স্বর্ণা।

নিজের একটা ওয়েবসাইট থাকবে এমন স্বপ্ন এখন অনেকেরই। কিন্তু ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং রেজিস্ট্রেশন, ডোমেইন ও হোস্টিং সেটআপের পর ডিজাইনের কাজগুলো করা অনেক ঝামেলার। তাই এসব ঝামেলা থেকে মুক্তি দিতে বিডি দোকান প্যাকেজ সুবিধা নিয়ে এসেছে বলে জানান স্বর্ণা। ক্রেতাদের ভাল সেবা দিতে এরইমধ্যে আমেরকিাতে সার্ভার নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।

ব্যবসায় নিয়ে যাওয়া উপলক্ষ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ ছাড় পাবে ক্রেতারা। ক্যাটাগরি অনুযায়ী নিউজ সাইট,

ফটো গ্যালারি, ব্লগ সাইট, বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানকি সাইট ‌এবং ব্যাক্তিগত সাইটের জন্য পৃথক মূল্য নির্ধারণ হয়েছে।

বিস্তারিত http://bddokan.com/category/web-solutions/ এই লিংকে এবং সরাসরি জানা যাবে এসব ‘০১৯৬৭৯৪০৩২০, ০১৬৭৯০৩৯৮৬২’ নাম্বারে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।