ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সফটএক্সপো আপডেট :.

বুধবার বেসিস সফটএক্সপোতে ৫টি সেমিনার

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
বুধবার বেসিস সফটএক্সপোতে ৫টি সেমিনার

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বেসিস আয়োজিত সফটওয়্যার প্রদর্শনী। এবারের থিম ডিজিটাল বাংলাদেশ ইন অ্যাকশন।

এবারের সফটএক্সপোতে সমসাময়িক তথ্যপ্রযুক্তিভিত্তিক মোট ২০টি সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সফটএক্সপোতে পুরো দিসজুড়ে ৫টি সেমিনার অনুষ্ঠিত হবে।

বুধবারের প্রথম সেমিনারের বিষয় ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর বিল্ডিং স্কিল বেজ ফর গ্লোবাল আইটি সার্ভিস মার্কেট’। এটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে দুুপুর ১টা পর্যন্ত। আয়োজক বেসিস।

দ্বিতীয় সেমিনারের বিষয় ‘টেলিকম ফর কমন ম্যান অ্যান্ড আইসিটি ইন্ডাস্ট্রি’। এটি দুপুর ২:৩০ মিনিটে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আয়োজক এটুআই এবং বেসিস।

তৃতীয় সেমিনারের বিষয় ‘বিজনেস লিঙ্কেজ ফর এক্সপ্লোরিং আউটসোর্সিং আইটি অ্যান্ড আইটিইএস টু ইইউ’। এটিও দুপুর ২:৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। আয়োজক ডিসিসিআই এবং বেসিস।

চতুর্থ সেমিনারের বিষয় ‘হেলথ সার্ভিস বাই ইউজিং আইটিসি ফর আনরিচড’। এটি বিকেল ৫টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আয়োজক বেসিস।

দিনের পঞ্চম এবং সবশেষ সেমিনারের বিষয় ‘স্ট্র্যাটেজি ফর বিল্ডিং বাংলাদেশ’। এ সেমিনারটিও বিকেল ৫টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। আয়োজক এটুআই এবং বেসিস।

উল্লেখ্য, প্রতি সেমিনার দু’ঘণ্টাব্যাপী চলবে। তবে অনিবার্য কারণে সেমিনারের সময় এবং দিন পরিবর্তন করা হতে পারে। সময়সূচি পরিবর্তন হলে আয়োজক সূত্র তা জানিয়ে দেবে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৩০, ফেব্রুয়ারি ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।