ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিটক-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
টেলিটক-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেলিটক বাংলাদেশ লিমিটেডের নতুন করপোরেট কার্যালয়ে সোমবার বিকেলে আনন্দমুখর পরিবেশে টেলিটকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গুলশান-১ এর ১১৬ নম্বর সড়কের ৩৯ নম্বর রোডে সোমবার বিকেলে এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়।



পবিত্র কোরআন থেকে তেলাওয়াত-এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ব্যবস্থাপনা পরিচালক মহোদয় টেলিটক-এর গ্রাহক সেবার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে শীঘ্রই প্রত্যেক জেলা শহরে টেলিটকের ৩জি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

টেলিটক-এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুরর হমান কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে গোলাম সরওয়ার-ই-কায়নাত, জেনারেল ম্যানেজার, প্রশাসনসহ অন্যান্য জেনারেল ম্যানেজার ও টেলিটকের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।