ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপি প্রোবুক ৪৪০জি১ মডেলের ল্যাপটপ বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
এইচপি প্রোবুক ৪৪০জি১ মডেলের ল্যাপটপ বাজারে

স্মার্ট টেকনোলজি নিয়ে এলো এইচপি ব্র্যান্ডের প্রোবুক ৪৪০জি১ মডেলের নতুন ল্যাপটপ। ১৪ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ব্যাকলিট এইচডি ডিসপ্লেযুক্ত এ ল্যাপটপ ইন্টেল ফোর্থ জেনারেশন কোর আই ফাইভ প্রসেসর সম্পন্ন।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে  ৪ জিবি ডিডিআরথ্রি ৠাম, ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভ, ইন্টেল ৮৭ চিপসেট, ইন্টেল এইচডি ৪৬০০ মডেলের গ্রাফিক্স কার্ড, ডিভিডি রাইটার, এইচপি এইচডি ওয়েবক্যাম, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই সহ আরও অনেক সুবিধা।

পণ্যটির সঙ্গে থাকছে আকর্ষনীয় ক্যারিকেস। ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ এ মুহূর্তে প্রোবুক ৪৪০জি১ পাওয়া যাচ্ছে ৫৪,০০০ টাকায়।

আগ্রহীরা এ নাম্বারে ‘০১৭৩০৩১৭৭৩৩’ আরো জানতে পারবে ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।