ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন ট্যাব এক্সপোতে স্মার্ট টেকনোলজি’র অফার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
স্মার্টফোন ট্যাব এক্সপোতে স্মার্ট টেকনোলজি’র অফার

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো’। বৃহস্পতিবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো’ উদ্বোধন করেন।



এক্সপো মেকার আয়োজিত দিতীয়বারের এ প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন ও ৮টি স্টলে হালনাগাদ প্রযুক্তির নানা পণ্যে বিশেষ ছাড়সহ আকর্ষনীয় উপহার ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্যের পরিবেশক প্রতিষ্ঠানগুলো।  

স্মার্ট টেকনোলজি নানা পণ্যে দিচ্ছে চমৎকার সব অফার। এইচপি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্লেটবুকে আকর্ষনীয় মোবাইল ফোন, টুইনমস ট্যাবলেটে কিবোর্ড সম্বলিত ফ্লিপ কভার এবং টুইনমস স্মার্টফোনে বিশেষ ছাড় পাচ্ছে ক্রেতারা। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি ১০৯৯ টাকার বদলে দারুন উপহার সহ ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া মেলায় আগতরা অ্যাভিরার প্যাভিলিয়নে স্মার্টফোন এবং ট্যাব সুরক্ষায় অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিতে পারছে বিনামূল্যে।

এবারের মেলায় নকিয়া, স্যামসাং, সিম্ফ্যানি, এলজি, আসুস, এসার, লেনোভো, ফ্লোরা, এসার, আরকোস, আয়নল, গ্যাজেট গ্যাং ৭, কোবিসহ বেশ কিছু ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পিসি প্রদর্শিত হচ্ছে।

৫ এপ্রিল পর্যন্ত চলা এ মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।